বৈশ্বিক প্রবৃদ্ধি আরও বাড়ার পূর্ভাবাস

বিশ্ব অর্থনীতিতে জিডিপি প্রবৃদ্ধি আরও বাড়বে বলে প্রত্যাশা করছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। গতকাল (সোমবার) আন্তর্জাতিক সংস্থাটি তাদের হালনাগাদ প্রতিবেদনে এ পূর্ভাবাস প্রদাণ করে।

এতে জানানো হয়, ২০২৪ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে ২ দশমিক ৯ শতাংশ, যা গত নভেম্বরে দেওয়া পূর্বাভাস ২ দশমিক ৭ শতাংশ থেকে কিছুটা বেশি। তবে সংস্থা মনে করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন ঝুঁকি তৈরি করছে। বিশেষত লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় ভোক্তা ব্যয় বাড়বে।

ওইসিডি জানায়, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি আসে ৩ দশমিক ১ শতাংশ। ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি মন্থর হয়ে পড়লেও এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও উদীয়মান দেশগুলোর প্রবৃদ্ধি সেই ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হয়। ২০২২ সালে হওয়া রেকর্ড মূল্যস্ফীতি গত বছর কমেছে। বিশ্বের বড় দেশগুলোতে মূল্যস্ফীতি নিম্নমুখী রয়েছে।

তবে সংস্থাটি মনে করছে, উচ্চ সুদহার ঋণপ্রবাহ ও আবাসন খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এতে প্রবদ্ধি কিছুটা কমতেও পারে। এ ছাড়া বিশ্ববাণিজ্যও প্রশমিত অবস্থায় রয়েছে। ওইসিডি মনে করছে, গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে জ্বালানির বাজারে এর প্রভাব পড়বে।

এ ছাড়া ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি হিসেবে থাকবে।

এদিকে বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস বৃদ্ধি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২৩ সালের অক্টোবর মাসে তারা প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, ২০২৪ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্যে সেটা শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে সংস্থাটি।

আইএমএফের পূর্বাভাস, ২০২৪ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ১ শতাংশ; ২০২৫ সালের জন্যও তারা একই পূর্বাভাস দিয়েছে। এর আগে অক্টোবর মাসে তাদের পূর্বাভাস ছিল, ২০২৪ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৯ শতাংশে নামতে পারে, যা ঐতিহাসিক গড় হারের চেয়ে কম।

উন্নত ও উদীয়মান দেশগুলোর মধ্যে ২০২৪ অর্থবছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির হার অর্জন করবে ভারত। আইএমএফের পূর্বাভাস, ২০২৩-২৪ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ। পরের অর্থবছর, অর্থাৎ ২০২৪-২৫ সালেও ভারতের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর