Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

রাঙ্গামাটি ফুডের সঙ্গে ডাকা টাকা ইন্টারন্যাশনালের চুক্তি

ডাকা টাকা (বেইজিং) ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও এক্সপো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রাঙ্গামাটি ফুড প্রোডাক্টেসের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর মতিঝিলে রাঙ্গামাটি ফুড প্রোডাক্টেসের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। ডাকা টাকা (বেইজিং) ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের পক্ষে হিজিং ও এক্সপো গ্রুপের পক্ষে কোম্পানির চেয়ারম্যান তানিয়া সুলতানা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ডাকা টাকা রাঙ্গামাটি ফুডসের নিজস্ব কারখানায় প্রসেসিং করার পাহাড়ী আনারস, কাঁঠাল, পেয়ারা, আমসহ বিভিন্ন মৌসুমী ফল এবং প্রক্রিয়াজাত করার ইলিশ মাছ সরাসরি ক্রয় করবে। এছাড়া, দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজ নিজে দেশে ব্যবসা সম্প্রসারণে ও বাজার গবেষণায় পরস্পরকে সহযোগিতা করবে।

এসএম

Exit mobile version