Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লোকসানে সমতা লেদার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩০ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ০১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ১৯ পয়সা।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে ০৩ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৮ পয়সা।

Exit mobile version