Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডএর। এদিন কোম্পানিটির ৯ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৩৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৭৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ১ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার, প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসির ১ কোটি ৩৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

Exit mobile version